জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের জন্য কপ২৭ সম্মেলনে বিশেষ তহবিল
যেসব দরিদ্র দেশ বিভিন্ন জলবায়ু পরিবর্তনের কারণে বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সহায়তা করার জন্য একটি বিশেষ তহবিল তৈরিতে সম্মত হয়েছে জলবায়ু সম্মেলন কপ-২৭ এ অংশগ্রহণকারী দেশগুলো।
আজ রোববার সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে।
রাতভর আলোচনার পর কপ২৭ কর্তৃপক্ষ এই চুক্তির একটি খসড়া প্রকাশ করেছে। একই সঙ্গে তারা এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ অধিবেশনেরও ঘোষণা দেয়, যেখানে জাতিসংঘের সম্মেলনে আলোচনার জন্য একটি পূর্ণাঙ্গ চুক্তি চূড়ান্ত করা হবে।
এই অধিবেশনে উন্নয়নশীল দেশগুলোতে ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে মেটাতে একটি 'লস অ্যান্ড ড্যামেজ' তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়।
তবে এই তহবিলের বিষয়ে কিছু বিতর্কিত সিদ্ধান্ত আগামী বছর পর্যন্ত মুলতবী রাখা হয়েছে। সে সময় একটি 'অন্তর্বর্তীকালীন কমিটি' দেশগুলোর জন্য কিছু সুপারিশ দেবে, যা ২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য কপ২৮ সম্মেলনে আলোচিত হবে।
এই সুপারিশগুলোর মধ্যে থাকবে 'তহবিলের উৎস চিহ্নিত করা ও একে সম্প্রসারণ করা', যার মাধ্যমে জানা যাবে কোন কোন দেশ এই তহবিল তৈরি করতে মূল ভূমিকা রাখবে।
Comments