ঘূর্ণিঝড় ‘দানা’: বৃষ্টি চলছে খুলনায়
ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে খুলনাসহ এ অঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। গত মধ্যরাতের পর থেকে কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছে।
খুলনা আবহাওয়া অফিসের জ্যোষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সকাল থেকে খুলনা ও আশপাশের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য বিপদ বিবেচনায় খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৈঠক করেন।
সভায় জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় জেলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোয় মানুষের অবস্থান করার মতো পরিবেশ নিশ্চিতে কাজ চলছে। খুলনার বিভিন্ন উপজেলায় ১০ থেকে ১২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
খুলনা জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল করিম ডেইলি স্টারকে বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জন্য বিভিন্ন উপজেলায় ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা নির্দেশনা দিয়েছি। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে আশ্রয় নিতে পারেন। এসব আশ্রয়কেন্দ্রে মোট তিন লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে।
সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ স্টেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, বলে জানান তিনি।
Comments