গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচংয়ে ৭০ গ্রাম প্লাবিত, উদ্ধারে প্রয়োজন সহায়তা

গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচংয়ে ৭০ গ্রাম প্লাবিত, উদ্ধারে প্রয়োজন সহায়তা
গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচংয়ে ৭০ গ্রাম প্লাবিত হয়েছে | ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দুই লাখ মানুষ।

আজ শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'এই উপজেলার পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ ও দুটি ইউনিয়ন আংশিক প্লাবিত হয়েছে। এই মুহূর্তে পানিবন্দি মানুষদের উদ্ধার করা প্রয়োজন।'

উদ্ধার তৎপরতা চালাতে তিনি নিকটবর্তী এলাকা থেকে নৌকা ও খাবার পানি পাঠানোর অনুরোধ জানান।

গত রাত সাড়ে ১২টায় দিকে বু‌ড়িচং উপজেলার বুড়বু‌ড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে যায়। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, 'এখনো গোমতীর পানি বিপৎসীমার এক মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।'

বাঁধ ভেঙে যাওয়ার পরই মসজিদের মাইকে স্থানীয় বাসিন্দাদের দ্রুততম সময়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। অনেকেই গোমতী নদীর বাঁধে আশ্রয় নিয়েছিলেন, তাদেরও সরে যেতে বলা হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানান, বুড়িচং উপজেলায় দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এছাড়া বাকি উপজেলাগুলোতে পাঁচ লাখ মানুষ পানিবন্দি।

Comments

The Daily Star  | English

Structural weaknesses, poor governance plague economic reform: Debapriya

“If there is no stability in the economy, no other reform will be sustainable,” he said.

2h ago