১৪২ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামের বেশিরভাগ এলাকা পানি নিচে, পাহাড় ধসের শঙ্কা

বৃষ্টিতে কাতালগঞ্জ আবাসিক এলাকার চিত্র। ছবি: স্টার

ভারী বর্ষণে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় তৈরি হয়েছে পাহাড় ধসের শঙ্কা।

আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আব্দুল বারেক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৪২মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেওয়া হয়েছে পাহাড় ধসের সতর্ক বার্তা।'

এদিন সকাল থেকে নগরের  চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাকলিয়া, মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর, আগ্রাবাদ, হালিশহর, জিইসি মোড়, অক্সিজেন মোড়, আতুরার ডিপোসহ শহরের নিচু এলাকাগুলোতে হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে।

এছাড়া ফটিকছড়ি, রাউজান, লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ, মিরসরাই ও সীতাকুন্ডসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

এর মধ্যে ফটিকছড়ি ও রাউজান উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় পাঁচ লাখ বাসিন্দা। তলিয়ে গেছে বিভিন্ন মৎস্য প্রকল্প ও কৃষি খামার।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় মোট ২৯০ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। শুরু হয়েছে ওষুধপত্র সরবরাহের কাজ।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago