দেশের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

বড় ভূমিকম্পের আশঙ্কায় বাংলাদেশ
প্রতীকী ছবি | সংগৃহীত

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ বুধবার রাত ৮টা ৭ মিনিটে এ ভূমিকম্প হয়। এর স্থায়ীত্ব ছিল ১২ সেকেন্ড।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ও চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য জানান।

রাকিবুল হাসান বলেন, রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প শুরু হয়। শেষ হয় রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল পাবনার আটঘরিয়া এলাকায়।

এটি ঢাকা ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

Comments