নেপালে ২৫ মিনিটের ব্যবধানে ২ ভূমিকম্প

ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল। ছবি: গুগল ম্যাপ থেকে

নেপালে মাত্র ২৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটি দুপুর ২টা ২৫ মিনিটে এবং দ্বিতীয়টি দুপুর ২টা ৫১ মিনিটে অনুভূত হয়।

এর প্রভাবে ভারতের দিল্লিতেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া, ভারতের উত্তরপ্রদেশের লখনৌ, হাপুর ও আমরোহা এবং উত্তরাখণ্ডের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্প দুটির মাত্রা যথাক্রমে ৪.৬ এবং ৬.২।

তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বাজহাং জেলায় ৬.৩ এবং ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার।

এই ভূমিকম্পের ঘটনায় নেপাল বা ভারতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

2h ago