গাইবান্ধায় ব্রহ্মপুত্র, বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ওপরে

ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপৎসীমার ওপরে

চলতি বছর প্রথমবারের মতো গাইবান্ধা ও বগুড়ায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে গতকাল থেকে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড, গাইবান্ধা জেলার নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদীর পানি ৪ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাতে পানি বেড়ে আজ সকাল ৬টায় বিপৎসীমা অতিক্রম করেছে। সকাল ৯টা পর্যন্ত ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।'

উজানের পানিতে গত দুএকদিন থেকে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, আজ সকাল ৯টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান বগুড়া পানি উন্নয়ন বোর্ড। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১২ সেন্টিমিটার।

একই সঙ্গে বগুড়ায় অন্যান্য নদীতেও সমানতালে পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে ২৪ সেন্টিমিটার এবং বর্তমানে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বগুড়া সারিয়াকান্দির চরবাটিয়া গ্রামের আঞ্জুয়ারা বেগম আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পানি আগে গ্রামের চারিদিকে ছিল, গতকাল থেকে বন্যার পানি বাড়ির মধ্যে প্রবেশ করা শুরু করেছে। ফসলের মাঠ দুদিন আগেই তলিয়ে গেছে।'

Comments

The Daily Star  | English
foreign ministry logo.

'Unexpected and unwanted'

The statement comes after Indian MEA spokesperson made a remark regarding the destruction of the Bangabandhu Memorial Museum on Dhanmondi 32 on February 5

19m ago