কক্সবাজার-বান্দরবানে বন্যায় ৩০ জনের মৃত্যু

নিখোঁজ ২ জন
বান্দরবানে মৃত্যুর পেছনে প্রধান কারণ ভূমিধস। ছবি: স্টার

টানা বর্ষণে কক্সবাজার ও বান্দরবানে সৃষ্ট বন্যায় ৩০ জন মারা গেছেন। আর নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

এই দুই জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ৪ দিনে মারা যাওয়া এই ৩০ জনের মধ্যে ২০ জন কক্সবাজারের ও ১০ জন বান্দরবানের।

কক্সবাজারে মৃত্যুর পেছনে প্রধান কারণ পানিতে ডুবে যাওয়া এবং বান্দরবানে ভূমিধস।

কক্সবাজারে মারা যাওয়া ২০ জনের মধ্যে ১১ জনই বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত চকরিয়া উপজেলার এবং ৬ জন পেকুয়ার।

বান্দরবানে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জনেরই মৃত্যু হয়েছে ভূমিধসে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস দ্য ডেইলি স্টারকে জানান, জেলায় আকস্মিক বন্যায় প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

'দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে', বলেন তিনি।

(ডেইলি স্টারের বান্দরবান প্রতিনিধিও এই প্রতিবেদনটির জন্য তথ্য দিয়েছেন)

Comments