ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে প্রকল্প গৃহীত হয়েছে: প্রতিমন্ত্রী

Dr. Md. Enamur Rahman-1.jpg
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ছবি: সংগৃহীত

ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট বা স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য সক্ষমতা বৃদ্ধির প্রকল্প (এলডিআরআরপি) গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

আজ বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, 'দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বেচ্ছাসেবক নীতিমালা ২০২৩ প্রণয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে রেডক্রিসেন্ট সোসাইটি, সিপিপির ভলান্টিয়ার কাজ করে যাচ্ছে। তাছাড়া, জনসাধারণকে সচেতন করার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি উপজেলা স্কাউটস এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।'

এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, 'বিদেশগামী কর্মীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি বন্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ২০২০-২২ পর্যন্ত মোট ৫২টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।'

তিনি বলেন, 'বর্তমানে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ কে আরও যুগোপযোগী করার জন্য সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। সেখানে রিক্রুটিং এজেন্সির দালালদের অভিবাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণসহ জবাবদিহিতায় আনার প্রস্তাব করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago