চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক
চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। আজ দুপুর ১২টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
আজ মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।
বেবিচক জানায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম আজ দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গতকাল বিকেল ৩টা থেকে ২১ ঘণ্টা এই ৩ বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল।
ফলে অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা ও নভোএয়ারের ৬০টি ফ্লাইট বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো গতকাল ডেইলি স্টারকে জানায়।
Comments