ঘূর্ণিঝড় সিত্রাং: ঘরে গাছ পড়ে বাবা-মা-মেয়ের মৃত্যু  

কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে কুমিল্লার নাঙ্গলকোটে ঘরের ওপর গাছ পড়ে বাবা,মা ও তাদের শিশুকন্যার মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার হেসাখাল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ৩ জন হলেন নেজাম উদ্দিন (৩০), সাথী আক্তার (২৫) ও লিজা আক্তার (৪)।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মাহাবুব দ্য ডেইলি স্টারকে জানান, রাত ৯টার দিকে ঝড়ে গাছ ঘরের ওপর পড়লে ওই ঘরে থাকা বাবা, মা ও মেয়ে আহত হন। খবর পেয়ে প্রশাসন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা মারা যান।

Comments

The Daily Star  | English