৩ এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট বাতিল
ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৬টি অভ্যন্তরীণ রুটে ৬০টি ফ্লাইট বাতিল করেছে দেশের ৩ উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা ও নভোএয়ার।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি আজ ও আগামীকালের ১০টি ফ্লাইট বাতিল করেছে। এগুলো হলো- ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৪টি এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৬টি ফ্লাইট।
বাতিল করা ছাড়াও শারজাহ, আবুধাবি, দুবাই ও মাস্কট রুটে একটি করে মোট ৪টি ফ্লাইট পুনর্নির্ধারণ করেছে বিমান।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, তারা কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশালে রুটে আজ ও আগামীকালের নির্ধারিত ২৮টি ফ্লাইট বাতিল করেছে।
সূত্র জানায়, নভোএয়ার চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট ও রাজশাহীতে নির্ধারিত ২২টি ফ্লাইট বাতিল করেছে।
এর আগে, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল এই ৩টি বিমানবন্দর বন্ধ থাকবে।
সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আজ বিকেল ৩টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এই ৩টি বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
Comments