সমুদ্রে নিম্নচাপ: পটুয়াখালীতে গুড়িগুড়ি বৃষ্টি

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। ছবি: স্টার/সোহরাব হোসেন

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে।

আজ রোববার সকাল থেকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন। কোথাও হালকা আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 

পটুয়াখালী আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিপথ ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী ডেইলি স্টারকে জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘূর্নিঝড় সিত্রাংয়ে রূপ নিতে পারে। সেইসঙ্গে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

এদিকে আজ রোববার দুপুরে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন।

সভা শেষে সব মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে সাগরে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকায় মাছধরা ট্রলারগুলো কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মিহপুর ও আলীপুরের ঘাটে নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে জানিয়েছে মৎস্য আড়ৎ ব্যবসায়ীরা ও জেলা মৎস্য বিভাগ।

সভায় জেলার ৭০৩ টি সাইক্লোন শেল্টার, ২৬ টি মুজিব কিল্লা, পর্যাপ্ত মেডিকেল টিম গঠন, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার সংগ্রহ, অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ জরুরি মেরামত, সব মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দেওয়া, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা, জরুরি সড়ক মেরামত, প্রতিটি উপজেলা ও জেলায় নিয়ন্ত্রণ কক্ষ প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহম্মাদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বক্তব্য দেন। সভায় ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তা, গনমাধ্যম কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

CA appoints 3 new special assistants with state ministerial rank

Hours after induction three more advisers to the interim government, Chief Adviser Prof Muhammad Yunus appointed three special assistants equivalent to state minister portfolio

1h ago