‘দরদ’ সিনেমার শুটিংয়ে মুম্বাই শাকিব খান

মুম্বাই বিমানবন্দরে শাকিব খানকে অভ্যর্থনা জানান সিনেমাটির পরিচালক অনন্য মামুন। ছবি: অনন্য মামুনের সৌজন্যে

বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান 'দরদ' সিনেমার শুটিং করতে মুম্বাই পৌঁছেছেন শাকিব খান। 

আজ মঙ্গলবার বিকেলে তিনি মুম্বাই বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান সিনেমাটির পরিচালক অনন্য মামুন।  

অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাকিব ভাইয়ের লুক সেট ও রিহার্সেল শেষে ২৭ অক্টোবর থেকে ভারতের বারানসি ও এলাহাবাদে একটানা দরদ সিনেমার শুটিং হবে। বাংলাদেশ থেকে এটিই প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। সবকিছু সঠিক নিয়ম মেনে করতে চেয়েছি। তাই হয়তো সময়টা এদিক–সেদিক হয়েছে।'

তিনি বলেন, 'সবসময় শাকিব ভাই আমাকে আন্তরিক সাপোর্ট করেছেন, বিশ্বাস রেখেছেন। বাংলাদেশে এটা কখনো ভাবতে পারিনি।'

'দরদ' সিনেমাটির প্রযোজনায় যৌথভাবে আছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। 

এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালামসহ ৬ ভাষায় ছবিটি মুক্তি পাবে। 

একযোগে ৩২ দেশে আগামী ২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক অনন্য মামুন।

Comments

The Daily Star  | English