আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখি: তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সবচেয়ে বেশি জুটি হয়ে অভিনয় করেছেন মোশাররফ করিমের সঙ্গে। বর্তমানে ১ ঘণ্টার নাটকের শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

সম্প্রতি কাজ নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তানিয়া বৃষ্টি।

প্রচুর টিভি নাটকে অভিনয় করেছেন, এখনো করছেন, অভিনয় নিয়ে চাওয়া কী?

তানিয়া বৃষ্টি: নিজেকে নিজেই ছাড়িয়ে যেতে চাই। কারো সাথে প্রতিযোগিতা নয়, নিজের সাথে প্রতিযোগিতা করতে চাই। সবসময় চাই চ্যালেঞ্জিং এবং ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করব। যাতে দর্শকরা আমার অভিনয় মনে রাখে। কাজ নিয়ে কথা বলে।

মোশাররফ করিমের বিপরীতে অসংখ্য নাটকে অভিনয় করেছেন এ প্রসঙ্গে কিছু বলুন।

তানিয়া বৃষ্টি: আমি অনেক লাকী, মোশাররফ করিমের মতো বড় মাপের শিল্পীর সাথে অনেকগুলো নাটকে অভিনয় করেছি। বর্তমানেও করছি। তিনি অনেক বড় মাপের একজন শিল্পী। সহশিল্পীদের অসম্ভব সাপোর্ট করেন শুটিং করার সময়। সহযোগিতা করেন দারুণভাবে। এটা তার বড় গুণ।

তার সঙ্গে কাজ করার সুবিধা?

তানিয়া বৃষ্টি: সংলাপ বলা থেকে শুরু করে চরিত্রটি নিয়ে বোঝাপড়ার সব বিষয়ে তিনি শতভাগ সহযোগিতা করেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি শিখেছিও। প্রতিনিয়ত মোশাররফ করিমের কাছ থেকে শেখা যায়। বড় অভিনেতার বিশাল উদার মনের পরিচয় এটা। যতটুকু অভিনয় শিখেছি তার অবদান আছে।

একজন মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করা কতটা কঠিন?

তানিয়া বৃষ্টি: তার সাথে পেরে উঠা কঠিন। অভিনয় করাও কঠিন। কিন্তু তিনি সহশিল্পীদের সহজ করে দেন। তার সহযোগিতার জন্য সম্ভব হয় ও সহজ হয় অভিনয় করা।

তানিয়া বৃষ্টি। ছবি: স্টার

সিনেমায় অভিনয় নিয়ে কী ভাবছেন?

তানিয়া বৃষ্টি: সিনেমায় যদি সেভাবে চরিত্র পাই, ভালো গল্প পাই, তাহলে করব। বড় পর্দায় অভিনয়ের চাওয়া সব শিল্পীরই আছে। এখন নাটকেই অভিনয় করতে চাই।

বর্তমানে কী নিয়ে ব্যস্ততা চলছে?

তানিয়া বৃষ্টি: সকাল আহমেদের পরিচালনায় টাঙ্গাইলে একটি নাটকের শুটিং করছি। নাটকের নাম 'ভাই ছ্যাকা খায়'। এই নাটকেও মোশাররফ করিম আছেন। আমি কমিশনারের চরিত্রে অভিনয় করaছি।

সবশেষে জানতে চাই, অভিনয় নিয়ে কী স্বপ্ন দেখেন?

তানিয়া বৃষ্টি: আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখি। আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের স্বপ্ন দেখি।

Comments

The Daily Star  | English

Feeling the pulse of local startup ecosystem

From groceries to food and commuting, startups, founded by innovative young people, became popular brands

14h ago