টরন্টো চলচ্চিত্র উৎসবে বলিউড তারকাদের সঙ্গে আরিফিন শুভ

 আরিফিন শুভ
অনিল কাপুর, শেহনাজ গিল ও ভূমি পেড়নেকারের মতো তারকাদের সঙ্গে গেছে বাংলাদেশের আরিফিন শুভকে। ছবি: সংগৃহীত

বলিউড তারকা অনিল কাপুর, শেহনাজ গিল, ভূমি পেড়নেকারের মতো তারকাদের সঙ্গে একই আয়োজনে দেখা গেছে বাংলাদেশের আরিফিন শুভকে। 

৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাদের একসঙ্গে দেখা গেছে। যা আবার শেয়ার করা হয়েছে উৎসবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে।

বলিউড সিনেমা 'থ্যাক ইউ ফর কামিং'-এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

সেই আয়োজনে সিনেমাটির কলাকুশলীদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দেশের তারকাদের। সেখানে বাংলাদেশ থেকে ছিলেন আরিফিন শুভ।

আরিফিন শুভর ভাষ্য, 'উৎসব কর্তৃপক্ষ আমাকে এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লেগেছে।' 

'থ্যাক ইউ ফর কামিং' মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। করণ বুলানির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন ভূমি পেড়নেকার, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা এবং শিবানী বেদী। 

রিয়া কাপুর এবং একতা কাপুর প্রযোজিত সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর।

Comments