নতুন লুকে জয়া

নতুন লুকে জয়া
জয়া আহসান। স্টার ফাইল ফটো

জয়া আহসান দেখা দিলেন নতুন এক লুকে। সৃজিত মুখার্জি পরিচালিত 'দশম অবতার' সিনেমার ফাস্ট নতুন লুকে দেখা গেছে তাকে।

'২২ শে শ্রাবণ' সিনেমার প্রিক্যুয়েল সিনেমা 'দশম অবতার'। জয়ার পাশাপাশি সিনেমাটির অন্য অভিনেতা প্রসেনজিৎ, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যকেও নতুন লুকের দেখা মিলেছে।

নতুন লুকে জয়া
জয়া আহসানের নতুন লুক। ছবি: সংগৃতীত

আসছে দুর্গাপূজায় দশম অবতার সিনেমাহলে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটির সংগীত পরিচালননা করেছেন রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

জয়া আহসান। স্টার ফাইল ফটো

জয়া আহসান 'কড়ক সিং' নামে হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। এটি তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা।

Comments

The Daily Star  | English

BNP hopes for quick polls after minimum reforms

Meeting sources said some political parties, mainly the Islamist ones, emphasised the need to hold the local body election before the national election

6h ago