ভালোবাসা দিবসের নাটকে জুটি ইয়াশ রোহান-তটিনী

ইয়াশ রোহান-তটিনী
ইয়াশ রোহান-তটিনী। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসের একটি নাটকে জুটি হিসেবে আছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। 'তোমায় পাবো কি?' শিরোনামের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি।

পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পি বলেন, 'আমার এখন পর্যন্ত সবচেয়ে আদর ও যত্নে বানানো নাটক এটি। মায়া আর আবেগ দিয়ে নির্মাণের চেষ্টা করেছি। এটি আমার কাছে নতুন একটা এক্সপেরিমেন্ট। লেখা থেকে শুরু করে এখন পোস্টের কাজ অবধি রুদ্র ও চিত্রাকে আমার মনের ভেতরে ধারণ করে রেখেছি। দর্শকরা আমাদের কাজ পছন্দ করলেই সব কষ্ট সার্থক হবে।'

নাটকে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। ছেলেটি গায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে কষ্ট করছে। তার আশা, একটা জুতসই সুযোগ পেলেই ভাগ্যবদল হবে। সেই অপেক্ষায় আছে।

অন্যদিকে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। মেয়েটি একটি ছিমছাম পরিবারে বেড়ে উঠেছে। রুদ্রর সঙ্গে তার কয়েক বছরের সম্পর্ক। এইভাবে ঘটতে থাকে নানান ঘটনা।

রুদ্র একসময় গানের বড় তারকা হয়ে যায়। চিত্রা অস্ট্রেলিয়ার গ্রাজুয়েশন শেষ করে দেশে ফিরে। সে রুদ্রর সঙ্গে দেখা করতে চায়। তাদের কি আদৌ দেখা হবে আবার? সেই উত্তর মিলবে নাটকে। ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

45m ago