আগামীকাল নতুন সুপারহিরো আসছে বাংলাদেশে

‘ব্লু বিটল’। ছবি: সংগৃহীত 

চলতি বছরটা ভালোই মাতাচ্ছে ডিসি কমিকসের সুপারহিরোরা। একের পর এক সিনেমা দিয়ে রীতিমতো ব্যস্ত রাখছে ভক্তদের। 

গত জুনে মুক্তি পাওয়া 'দ্য ফ্ল্যাশ' ব্যাপক হৈ চৈ ফেলে দিয়েছিল। তার আগে সাড়া জাগিয়েছিল 'শাজাম ২'। দুটি ছবিই বক্স অফিসে সাফল্য পেয়েছে। 

আরও একবার প্রস্তুত হওয়ার সময় হয়েছে ডিসি কমিকসের সুপারহিরো ভক্তদের। এবারের ছবির নাম 'ব্লু বিটল'। 

ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের ১৪তম ছবি এটি। ডিসি কমিকসের চরিত্র জেইমি রেইসকে ভিত্তি করে ছবিটি পরিচালনা করেছেন অ্যাঞ্জেল ম্যানুয়েল সটো। মূল চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা জোলো মারিডুয়েনা।

অন্যান্য চরিত্রে রয়েছেন আদ্রিয়ানা বারাজ্জা, ডামিয়ান আলকাজার, রাউল ম্যাক্স ট্রুজিলো, সুসান সারানডন, জর্জ লোপেজসহ আরও অনেকে। ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। 

আগামীকাল ২৫ আগস্ট বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ডিসি কমিকসের এই সুপারহিরো ছবি। 

২০১৮ সালের নভেম্বরে ছবিটির পরিকল্পনা করা হয়। এইচবিও ম্যাক্স থেকে আনা হয় অ্যাঞ্জেল ম্যানুয়েল সটোকে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ছবিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। আর কেন্দ্রীয় চরিত্রে মারিডুয়েনাকে নির্বাচন করা হয় আগস্টে। 

প্রথমে ছবি মুক্তির পরিকল্পনা ছিলো ২০২২ সালের ডিসেম্বরে। পরে তারিখ পেছানো হয়। চলতি সময়ের বড় বড় বাজেটের ছবির ভিড়ে ১২০ মিলিয়ন বাজেটের এ ছবিকে কিছুটা ম্রিয়মাণ মনে হতে পারে। তবে ছবিটি দেখে এমন ধারণা পরিবর্তন হয়ে যাবে বলে মনে করেন পরিচালক। 

হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সটো বলেন, 'ছবিতে এমন কিছু রসদ আছে যা দর্শকদের আনন্দ দিতে বাধ্য।'
 

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

1h ago