বাবা আমার হিরো: অপূর্ব

অভিনেতা অপূর্ব
বাবার সঙ্গে অপূর্ব। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের ক্যারিয়ারে অন্যতম সফল ও আলোচিত নাটক 'বড় ছেলে'। বাবা দিবস উপলক্ষে বাবা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি বাবার একটা অংশ'।

'বাবার সঙ্গে কারো তুলনা চলে না' উল্লেখ করে অপূর্ব দ্য ডেইলি স্টারকে আরও বলেন, 'বাবা আমার কাছে সবচেয়ে বড় তারকা। বাবা আমার হিরো। আমার আদর্শ।'

'বাবাকে নিয়ে বলতে গেলে কথা শেষ হবে না। বাবা-ছেলের গল্প এতটাই বিস্তৃত, এতটাই ব্যাপক। বাবা আমার কাছে বটবৃক্ষ। আমার কাছে ছায়া।'

'বাবা নেই, কিন্তু দূর থেকে ছায়া দিচ্ছেন এবং দেবেন এটা আমার বিশ্বাস,' যোগ করেন এই মডেল-অভিনেতা।

তিনি আরও বলেন, 'বাবার না থাকা, বাবার হারিয়ে যাওয়া, বাবার অপূর্ণতা কখনো পূরণ করা যায় না। বাবা এমনই একজন। যার বাবা নেই তিনিই বাবার মর্ম বুঝেন। বাবার ভালোবাসা সমুদ্রের মতো গভীর।'

'বাবার সঙ্গে আমার অনেক স্মৃতি! বাবাকে ঘিরে কত গল্প! বাবার সঙ্গে আমার মধুর সম্পর্ক ছিল। ভাবতেই পারি না বাবা নেই। যখনই বাবার শূন্যতা অনুভব করি তখনই কষ্টের পাহাড় চেপে বসে। নিজেকে নিঃসঙ্গ মনে হয়। এই কষ্ট যারা বাবা হারিয়েছেন কেবল তারাই বুঝবেন।'

বাবাকে কোনো দিবসে নয়, প্রতিনিয়ত স্মরণ করেন বলে জানান অপূর্ব। তিনি বলেন, 'বাবাকে অনেক ভালোবাসি। তাকে অনেক মিস করি। বাবা, যেখানেই আছো ভালো থেকো। সবসময় তোমার আশীর্বাদ চাই। তোমার মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করে।'

নিজের কাজের ক্ষেত্রে বাবা সবসময় সমর্থন দিতেন জানিয়ে অপূর্ব আরও বলেন, 'মা-ও প্রেরণা দিতেন।'

'তারা ২ জনেই আমার কাছে সেরা। মা আছেন। তিনি যেন সুস্থ থাকেন, সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া।'

এই বিশেষ দিবসে সব বাবার জন্য ভালোবাসা প্রকাশ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

1h ago