তারা ভালোবাসায় কাটিয়ে দিলেন ৫৩ বছর

তারা ভালোবাসায় কাটিয়ে দিলেন ৫৩ বছর
আবুল হায়াত ও মাহফুজা শিরিন। ছবি: সংগৃহীত

একুশে পদক প্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নাট্যপরিচালক আবুল হায়াতের জন্য ৪ ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। আজকের দিনে সংসার জীবন শুরু করেছিলেন তিনি। তারপর দেখতে দেখতে সুখের সঙ্গে কাটিয়ে দিলেন জীবনের ৫৩ বছর।

স্ত্রী মাহফুজা শিরিনকে নিয়ে পথচলার ৫৪ বছরে পা দিলেন আজ।

আবুল হায়াত বলেন, অভিনয় শুরু করার পর এতদূর আসার পেছনে স্ত্রীর অবদান শতভাগ। অসম্ভব রকমের সহযোগিতা পেয়েছি। এখনো সহযোগিতা করছেন। খুব ভালো মনের মানুষ হলেই এটা সম্ভব। আমি তার কাছে কৃতজ্ঞ।

আবুল হায়াতের স্ত্রী মাহফুজা শিরিন সংসার জীবনে দীর্ঘ দিন কাটিয়ে দিলেন। ২ কন্যা বিপাশা ও নাতাশার মা তিনি। এ বিষয়ে আবুল হায়াত বলেন, ২ সন্তানের পড়ালেখা, নাচ গান শেখা, তাদের মানুষ করার জন্যও আমার স্ত্রীর ভূমিকা অনেক।

এখনো আমি শুটিং করতে গেলে খাবার থেকে শুরু করে যাবতীয় সবকিছুর ব্যবস্থা আমার স্ত্রী করেন। অসম্ভব কেয়ার করেন। গুণ আছে বলেই এসব সম্ভব, যোগ করেন আবুল হায়াত।

এদিকে বিশেষ দিন উপলক্ষে গতরাতেই স্ত্রীকে নিয়ে কেক কেটেছেন। আমেরিকা থেকে সন্তান বিপাশা হায়াত, তৌকীর আহমেদ ও নাতনীরা শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া সকাল থেকে ভক্তরা, কাছের মানুষরা শুভেচ্ছা জানাচ্ছেন ।

আবুল হায়াত বলেন, মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করে। মানুষের ভালোবাসাটাই জীবনের সবকিছু। জীবনটাকে সুন্দর করে দেয় সবার এত ভালোবাসা।

সুদীর্ঘকাল ধরে অভিনয় করছেন। অভিনয়ে স্ত্রী কতটা উৎসাহ যুগিয়েছেন? এই প্রশ্নের জবাবে আবুল হায়াত বলেন,ভীষণ রকমের অনুপ্রেরণা যুগিয়েছেন। এটা স্বীকার করতেই হবে। তার সাপোর্ট ও অনুপ্রেরণা ছিল বলেই অসংখ্য কাজ করতে পেরেছি। আমার অভিনয় জীবনে স্ত্রীর অনুপ্রেরণা অনেক।

আবুল হায়াতের জন্য ভাষার মাসটা বিশেষ। বিবাহবার্ষিকী ছাড়াও ভাষার মাসে বইমেলায় তার লেখা বই প্রকাশ হয়, তিনি বই মেলায় যান, স্টলে বসেন এবং ভক্তদের অটোগ্রাফ দেন। এবারও নতুন একটি গল্পের বই প্রকাশের পথে।

আবুল হায়াত বলেন, এবারও বই মেলায় যাব কয়েকদিন। ভালো লাগে পাঠকের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করে নিতে। এটা আসলেই ভিন্ন এক অনুভূতি যোগ করে।

অন্যদিকে অভিনয় নিয়েও ব্যস্ততা আছে তার। এখনো অভিনয়ে সরব তিনি। মুক্তির অপেক্ষায় আছে নতুন সিনেমা।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted from Zia Orphanage Trust graft case

Following the judgement, there is no legal bar for Khaleda Zia to contest the general elections

1h ago