ভক্তদের সিক্স প্যাক দেখালেন আরিফিন শুভ

মধুমিতা সিনেমা হল, ঢাকা, আরিফিন শুভ, ব্ল্যাক ওয়ার,
ছবি: সংগৃহীত

ঢাকার মধুমিতা সিনেমা হলে ভক্তদের সঙ্গে 'ব্ল্যাক ওয়ার' সিনেমা দেখেছেন আরিফিন শুভ। সিনেমা শেষে নায়কের সিক্স প্যাক দেখার আবদার করেন ভক্তরা। এসময় ভক্তদের সিক্স প্যাক দেখান তিনি।

আরিফিন শুভ বলেন, 'সিনেমাটির জন্য ৯ মাস পরিশ্রম করেছি। এই সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো নিয়ে সারাজীবন ভুগতে হবে। শুটিংয়ের এতদিন পরেও বাঁ পায়ে ব্যথা অনুভব করি। সিনেমা মুক্তির আগে ফোন হাতে নিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছি। আমার-আমাদের এটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখবেন। দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, কতোটা করতে পেরেছি সেটুকু মূল্যায়ন করবেন।'

গতকাল শুক্রবার দেশের ৪৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে 'ব্ল্যাক ওয়ার'। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন  সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

'ব্ল্যাক ওয়ার'-এ আরও অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপুসহ অনেকে।

Comments