সেন্সর ছাড়পত্র পেল জেকে ১৯৭১

সেন্সর ছাড়পত্র পেল জেকে ১৯৭১
জেকে ১৯৭১ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে জেকে ১৯৭১ সিনেমা। মুক্তিযুদ্ধের গল্প নির্ভর এই সিনেমাটি পরিচালনা করেছেন ভুবন মাঝি ও গণ্ডি সিনেমার পরিচালক ফাখরুল আরিফিন খান। গতকাল সেন্সর ছাড়পত্র পেয়েছে জেকে ১৯৭১।

সেন্সর ছাড়পত্র পাবার পর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ফাখরুল আরিফিন খান। আগামী মাসে মুক্তির সম্ভাবনা আছে সিনেমাটির।

পরিচালক বলেন, ভীষণ আনন্দিত আমি। ভীষণ ভালোলাগা কাজ করছে। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি।

ফাখরুল আরিফিন খান আরও বলেন, এই সিনেমার মধ্যে দিয়ে আমি মানবতার গল্প বলতে চেয়েছি। সত্য ঘটনার সিনেমাটি এটি।

জেকে ১৯৭১ সিনেমা অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সৌরভ শুভ্র দাশ। এছাড়া কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও ইন্দ্রনীল আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও নিকোলাই নভোমিনাস্কি।

জেকে ১৯৭১ সিনেমাটি ইতোমধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার। এদিকে ১৪ জানুয়ারি শুরু হচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক উৎসব। এই উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে থাকছে জেকে ১৯৭১।

পরিচালক ফাখরুল আরিফিন খান বলেন, একজন পরিচালক হিসেবে এটি আমার জন্য খুব খুশির খবর।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago