যে কারণে এক ফ্রেমে আলমগীর-রুনা লায়লা, ফেরদৌস-আঁখি আলমগীর

আলমগীর, রুনা লায়লা, আঁখি আলমগীর, ফেরদৌস,
ছবি: স্টার

দেশের নন্দিত অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা দম্পতিকে একসঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপন চিত্রে। তাদের সঙ্গে একই বিজ্ঞাপনে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস ও কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও শিশুশিল্পী লুবাবা। এ কারণেই এক ফ্রেমে দেখা গেছে এই ৪ জনকে।

আজ মঙ্গলবার থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে বিএফডসিতে। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।

অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলমগীর ও রুনা লায়লার মতো কিংবদন্তি নিয়ে একটা কাজ করতে পারছি, এটা স্বপ্নের মতো লাগছে। তাদের মতো এমন গুণী ব্যক্তিত্বের পাশাপাশি ফেরদৌস ও আঁখি আলমগীর আছেন। আশা করছি স্মরণীয় কিছু হবে।'

Comments

The Daily Star  | English
Indian media’s propaganda against Bangladesh

What is Indian media’s gain in branding us as a Hindu-hating country?

What has shocked me is their refusal to fact-check what they are writing, broadcasting or televising—a basic duty of any journalist.

14h ago