নতুন বছরে নতুন সিনেমা

ব্ল্যাক ওয়ার, আরিফিন শুভ, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, সিয়াম আহমেদ, পরীমনি, শাকিব খান, বুবলি,

বিদায়ী বছরের মাঝামাঝি অর্থাৎ গত ৬ মাস ধরে বাংলা চলচ্চিত্রে সুবাতাস বইছে। বছর শেষেও তা অব্যাহত ছিল। নতুন বছরেও একই ধারা থাকবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

২০২৩ সালে মুক্তির অপেক্ষায় আছে বিগ বাজেটের কয়েকটি সিনেমা। এসব সিনেমার মুক্তির আগে প্রচার-প্রচারণা শুরু করেছেন পরিচালক, অভিনয়শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান। চলতি বছরের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে দ্য ডেইলি স্টারের এই আয়োজন।

আরিফিন শুভ অভিনীত 'ব্ল্যাক ওয়ার' সিনেমাটি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাবে। সিনেমাটির মুক্তি উপলক্ষে আজ সন্ধ্যায় ট্রেলার প্রকাশিত হওয়ার কথা। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এই সিনেমায় আরও অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপুসহ অনেকেই।

আবু রায়হান জুয়েল পরিচালিত 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমাটি ২০ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমনি। আরও অভিনয় করেছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ জন শিশু। সিনেমাটি ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদান পায়। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা 'রাতুলের রাত রাতুলের দিন' উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

রাশিদ পলাশ পরিচালিত 'ময়ূরাক্ষী' সিনেমাটি আগামী ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার ইচ্ছা পরিচালকের। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন ববি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- সুদীপ বিশ্বাস দীপ, সুমিত, সাদিয়া মাহি, দিপক কুমারসহ আরও অনেক। 'ময়ূরাক্ষী' সিনেমার গল্প ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। সিনেমাটির সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত নতুন সিনেমা 'কাজল রেখা' মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। সিনেমার প্রধান ২ চরিত্রে অভিনয় করেছেন- শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। এ ছাড়াও আছেন- ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে। 'কাজল রেখা' সিনেমায় ৫০০ বছর আগের গল্প দেখানো হবে। মৈমনসিংহ গীতিকায় কাজল রেখার যে পালা, সেখান থেকেই সিনেমার গল্প নেওয়া হয়েছে।

শাকিব খান-শবনম বুবলি অভিনীত সিনেমা 'লিডার আমিই বাংলাদেশ' আগামী কয়েক মাসের মধ্যে মুক্তি পাওয়ার কথা আছে। তপু খান পরিচালিত সিনেমাটি সেন্সর বোর্ডে  প্রশংসা পেয়েছ। অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতাধর্মী 'লিডার আমিই বাংলাদেশ'-এর গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

ঈদুল ফিতরে মুক্তির তালিকায় রয়েছে দীপংকর দীপন পরিচালিত 'অন্তর্জাল'। সাইবার থ্রিলার গল্পের সিনেমাটির গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সিনেমাটিতে অভিনয় করেছেন- সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনসহ অনেকে।

Comments

The Daily Star  | English
Bangladesh national election timeline

Preparing for election: EC targets Dec to get all its tasks done

There is no hard and fast decision on when the next election will be held, but the Election Commission is making preparations to hold it in December.

3h ago