‘ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়, আমিও করছি’

আইরিন সুলতানা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'ভালোবাসা জিন্দাবাদ' সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আগমন আইরিন সুলতানার। এরপর থেকে টানা সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। 

এ পর্যন্ত ১২টি সিনেমা মুক্তি পেয়েছে আইরিন সুলতানার। মুক্তিপ্রাপ্ত কয়েকটি সিনেমার মধ্যে আছে–এই তুমি সেই তুমি, মেয়েটি আবোল তাবোল ছেলেটি পাগল পাগল, টাইম মেশিন, এক পৃথিবী প্রেম, মায়াবিনী, আকাশ মহল, ইউটার্ন, পদ্মার প্রেম।

তার অভিনীত সবশেষ গন্তব্য সিনেমাটি গত বছর মুক্তি পায়। বর্তমানে তার অভিনীত ৪টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

বাংলাদেশি সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন আইরিন। রাজ আদিত্য ব্যানার্জী পরিচালিত কলকাতার সিনেমাটির নাম শিবরাত্রি।

আইরিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কলকাতার সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।'

আইরিন সুলতানা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

তিনি আরও বলেন, 'শুধুই সিনেমায় অভিনয় করতে চাই। সেটা যে দেশেরই হোক। তবে, নিজ দেশের সিনেমাকে সবার আগে প্রাধান্য দেবো।'

এদিকে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে আছে-জুলফিকার জাহেদীর কাগজ, বুলবুল জ্বিলানীর রৌদ্র ছায়া, জেসমিন আক্তার নদীর চৈত্র দুপুর, মোস্তাফিজুর রহমান বাবুর হৃদ মাঝারে তুমি।

আইরিন বলেন, 'এই ৪টি সিনেমার শুটিং পুরোপুরি শেষ। এখন মুক্তির অপেক্ষায় আছে।'

পুরোপুরি শুটিং শেষ হয়নি এমন সিনেমার মধ্যে আছে ফায়ার সার্ভিস। সিনেমাটি পরিচালনা করছেন আমীরুল ইসলাম শোভা। খুব শিগগিরই শুটিং শুরু হবে ফায়ার সার্ভিসের।

আবু সাইয়ীদ পরিচালিত একজন কবির মৃত্যু নামে একটি সিনেমায় অভিনয় করেছেন আইরিন। দেশে মুক্তি না পেলেও এই সিনেমাটি বিদেশের একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

আইরিন বলেন, 'সিনেমা নিয়েই যত স্বপ্ন আমার। সিনেমা নিয়েই সমস্ত ভাবনা। ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়, আমিও করছি।'

তিনি আরও বলেন, নতুন নতুন সিনেমার অফার আসছে। একটু ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র হলেই করব।'

অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক ও এক ঘণ্টার নাটকেও অভিনয় করেছেন এই প্রজন্মের নায়িকা আইরিন। 

তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে-ম্যানপাওয়ার, অনুভবে ভালোবাসা, পৌষ ফাগুণের পালা, ভালোবাসা ও একটি কাল্পনিক কাহিনী।

তার অভিনীত ২টি ওয়েবফিল্ম হলো- ধোঁকা ও ট্র্যাপড।

আইরিন বলেন, 'বেছে বেছে সিনেমা করতে চাই। সংখ্যায় নয়, কোয়ালিটির দিকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে চাই।'

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after several years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

2h ago