টম ক্রুজের সিনেমা মানেই নতুনত্ব

মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’ সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

হলিউডের সিনেমার বহুল কাঙ্ক্ষিত এবং জনপ্রিয় একটি নাম 'মিশন: ইম্পসিবল'। দুনিয়া মাতানো এই ফ্রাঞ্চাইজির সিনেমা মানেই দর্শকদের আকর্ষণ। 

এরই মধ্যে ভক্তরা নিশ্চয়ই জেনে গেছেন নতুন কিস্তির খবর 'মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান'। 

সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে মুক্তির ২ দিন পর আগামীকাল শুক্রবার বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে। 

ফ্রাঞ্চাইজির সপ্তম এই কিস্তিকে বলা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সিনেমা।

পর্দায় এজেন্ট ইথান হান্টের ভূমিকায় দেখা যাবে সুপারস্টার টম ক্রুজকে। ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত সিনেমাটিতে আরও আছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রাহমেস, সাইমন পেগ, রেবেকা ফারগুসন প্রমুখ।

টম ক্রুজের ছবিতে সবসময় কিছু না কিছু নতুনত্ব থাকে। শুধু ভয়ঙ্কর স্টান্ট নয়, যেকোনো দৃশ্য নিখুঁত করতে এই অভিনেতা যথেষ্ট সময় নেন। সিনেমার সাফল্যের পেছনে এই নায়কের অবদানকেও স্বীকৃতি দিয়ে থাকেন সহকর্মীরা।

সিনেমা বিশ্লেষকদের অনুমান, এবারের কিস্তিটি পেতে যাচ্ছে সেরা ওপেনিং। 

হলিউড রিপোর্টার বলছে, প্রথম সপ্তাহান্তে এ ছবির আয় দাঁড়াবে ৯ কোটি ডলার। টম ক্রুজের সর্বশেষ আকর্ষণ ছিল 'টপ গান: ম্যাভেরিক'। ২০২২ সালে মুক্তি পাওয়া এই ছবির বিশ্বব্যাপী আয় ছিল ১৫০ কোটি ডলারের বেশি। কভিড-পরবর্তী অধ্যায়ে যা ছিল বিস্ময়কর। 

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

22m ago