২০২৩ সালে যে সিনেমাগুলো দেখবেন

ছবি: সংগৃহীত

সিনেমাপ্রেমীদের জন্য ২০২৩ সাল দারুণ একটা বছর হতে যাচ্ছে৷ ক্রিস্টোফার নোলান, মার্টিন স্করসিস, স্টিভ ম্যাককুইনের মতো পরিচালকরা এ বছর সিনেমা উপহার দিতে যাচ্ছেন৷ মুক্তি পেতে যাচ্ছে মিশন ইম্পসিবল এবং ইন্ডিয়ানা জোনসের নতুন সিনেমা৷

২ বছর করোনার ধাক্কায় বিশ্বজুড়ে সব থিয়েটার ছিল বন্ধ, বাতিল বা বন্ধ হয়েছে অনেক ছবির শুটিং৷ তাই সিনেমাপ্রেমীরা মুখিয়ে ছিলেন অসাধারণ কিছু সিনেমা দেখার অপেক্ষায়৷ গত বছর যেসব বড় ছবি মুক্তি পেয়েছে সেগুলোর সবগুলোই 'পপকর্ন ব্লকবাস্টার'৷ যেমন টপ গান: মাভেরিক, অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার, মিউজিকাল ড্রামা 'টার', যেখানে অভিনয় করেছিলেন কেট ব্ল্যানচেট৷ কোরিয়ান পরিচালক পার্ক চ্যান উকের থ্রিলার 'ডিসিশন টু লিভ' মুক্তি পেয়েছিল গত বছর৷

২০২৩ সালও সিনেমাপ্রেমীদের হতাশ করবে না বলে ধারণা করা হচ্ছে৷ নতুন বছরে 'অবশ্য দর্শনীয়' বেশকিছু সিনেমা রয়েছে৷

বায়োপিক

এ বছর ৩ মহারথী পরিচালক বিখ্যাত ব্যক্তিদের বায়োপিক নিয়ে থিয়েটারে আসছেন৷ পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি 'অপেনহাইমার' মুক্তি পাচ্ছে এ বছর৷ কিলিয়ান মার্ফিকে অপেনহাইমারের ভূমিকায় দেখা যাবে৷ এ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করছেন এমিলি ব্লান্ট, ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র৷

মাইকেল ম্যানের ছবি 'ফেরারি' মুক্তি পাচ্ছে এ বছর৷ এটি ইটালিয়ান এক ড্রাইভারের বায়োপিক, যিনি ফেরারি নির্মাণ করেন৷ এনজো ফেরারির ভূমিকায় অভিনয় করবেন অ্যাডাম ড্রাইভার৷ অন্যদিকে বিখ্যাত পরিচালক মার্টিন স্করসিস মার্কিন প্রেসিডেন্ট থিয়োডর রুজভেল্টের জীবনী নিয়ে নির্মাণ করছেন চলচ্চিত্র 'রুজভেল্ট'৷ মুখ্য ভূমিকায় থাকছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও৷ এ ছাড়া স্করসিসের আরও একটি বিগ বাজেট সিনেমা 'কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন' মুক্তি পাচ্ছে এ বছর৷

বড় বড় পরিচালকদের বড় বড় ছবি

ডেনিস ভিলেন্যুয়েভ ২০২৩ সালে ফিরছেন সায়েন্স ফিকশন মুভি 'ডিউন: পার্ট ২' নিয়ে৷ স্টিভ ম্যাককুইনের মুভি 'ব্লিৎস' মুক্তি পাচ্ছে এ বছর৷

টিল্ডা শুইনটন, টম হ্যাংকস, স্কারলেট জনসন এবং ব্রায়ান ক্রানস্টন অভিনীত 'অ্যাস্টেরয়েড' সিনেমাটিও মুক্তি পাচ্ছে এ বছর৷ এটি পরিচালনা করেছেন ওয়েস অ্যান্ডারসন৷

বিখ্যাত চলচ্চিত্র গড ফাদারের পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা ফিরছেন 'মেগালোপোলিস' সিনেমা নিয়ে৷ এতে অভিনয় করছেন অ্যাডাম ড্রাইভার, ফরেস্ট হুইট্যাকার এবং লরেন্স ফিশবার্ন৷ এদিকেটম ক্রুজ আবারও ফিরছেন 'মিশন ইমপসিবল' নিয়ে৷ কিয়ানু রিভস ফিরছেন জন উইকের নতুন সিনেমা নিয়ে৷ আর হ্যারিসন ফোর্ডের ইন্ডিয়ানা জোনসের নতুন সিনেমাও মুক্তি পাচ্ছে এ বছর। নাম 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেসটিনি৷'

ফিরছে সুপারহিরোরা

এ বছর 'ট্রান্সফর্মার', 'স্টার ওয়ার্স' এবং 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের' সিক্যুয়াল এবং 'দ্য হাঙ্গার গেমসের' প্রিকুয়াল মুক্তি পাচ্ছে৷ এ ছাড়া মুক্তি পাচ্ছে 'গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি' এবং 'অ্যান্ট ম্যানের' প্রিকুয়াল৷ আসছে 'ক্যাপ্টেন মার্ভেল', 'অ্যাকোয়াম্যান' এবং 'শাজ্যামের' সিক্যুয়াল৷ কমিক বুক থেকে সিনেমার পর্দায় মুক্তি পাচ্ছে নতুন ছবি 'দ্য ফ্ল্যাশ'৷

টড হেনসের সিনেমা 'মে/ডিসেম্বর' মুক্তি পাচ্ছে এ বছর, যেখানে অভিনয় করছেন নাটালি পোর্টম্যান, জুলিয়ান মুর এবং চার্লস মেল্টন৷ এ ছাড়া এ বছর এমা স্টোনের 'দ্য ফেভরেট' মুক্তি পাচ্ছে৷

Comments

The Daily Star  | English
Bangladeshi migrants workers rights in Malaysia

Malaysia agrees to recruit 'large number' of Bangladeshi workers

Assurance will be given to ensure their wages, safety, and overall welfare, according to ministry officials

20m ago