শুধু আম্মু না, মিডিয়ার কমবেশি সবাইকে বিরক্ত করেন জায়েদ: ফারদিন

সপরিবারে ওমর সানী-মৌসুমী দম্পতি। ছবি: সংগৃহীত

ওমর সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন (২৪) বলেছেন, 'জায়েদ খান শুধু আমার আম্মু না, মিডিয়ার কমবেশি সবাইকে বিরক্ত করেন। উনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন।'

দ্য ডেইলি স্টারকে আজ সোমবার রাত ৭টায় ফারদিন এ কথা বলেন।

ফারদিন আরও বলেন, 'জায়েদ খান আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন, আম্মুর সঙ্গেও করেছেন। কিন্তু, আম্মু ভেবেছেন- বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই ঠিকঠাক করব। কিন্তু, এটা এতো বড় হয়ে যাবে ভাবেননি।'

'কিছু জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন- মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। এটা আসলে ঠিক না। আম্মু যদি কোথাও স্টেটমেন্ট দেয় আমি বলব, এটা ঠিক না। আসলে এটা পরিস্থিতি শান্ত করতে বলেছেন। আম্মু আমার সঙ্গেও কথা বলেছেন। এটা নিয়ে যেন এত কাদা ছোঁড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন,' বলেন ফারদিন।

 

Comments

The Daily Star  | English

Ruined, Gaza hopes for respite

Israeli keeps pounding the Palestinian enclave as hours left for ceasefire to take effect

1h ago