‘দরদ’ আবার প্রমাণ করল ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান

জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল শাকিব খান অভিনীত 'দরদ' সিনেমার বিশেষ প্রদর্শনী। শুক্রবার রাতে মহাখালীতে এসকেএস স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সৌজন্যে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সিনেমা শেষে শাকিব খান বলেন, 'এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। এর অর্থ হলো ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা আগেও সুপারহিট হয়েছে। আমার ক্যারিয়ারের যত বিগ হিট সিনেমা, যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই। আজকে দরদ আবারও সেটা প্রমাণ করল।'

বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ নিয়ে আরেক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, 'আমি নিজেই নায়িকাদের শিডিউল পাচ্ছি না। যেহেতু বছরের দুই তিনটা ছবি করি তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে তাই তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।'

শাকিব খান ছাড়াও এই বিশেষ প্রদর্শনীতে দেশের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। তারা হলেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন, পূজা চেরি, সিয়াম আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, সেমন্তি সৌমি, রুকাইয়া জাহান চমক।

Comments

The Daily Star  | English

Earlier bribe was Tk 1 lakh, now it’s Tk 5 lakh: Fakhrul

BNP leader Fakhrul highlights escalating bribery, blames lack of good governance and police reform

3h ago