ইরানের চলচ্চিত্র উৎসবে যে সিনেমার জন্য পুরস্কৃত হলেন ফারিণ

farin
তাসনিয়া ফারিণ। ছবি: স্টার

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত 'ফাতিমা' সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন।

সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে ফারিণ উপস্থিত থাকলেও পুরস্কার ঘোষণার ঠিক একদিন আগে ইরান ছেড়ে চলে আসেন৷

গতকাল রোববার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারিণকে ইস্টার্ন ভিস্তা বিভাগের বিচারকরা পুরস্কৃত করেন।

এ বিষয়ে ফারিণ বলেন, 'আমার অভিনীত সিনেমা "ফাতিমা"র জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে "ক্রিস্টাল সিমোর্গ" পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও একদিন থাকতে পারলাম না, এটা নিয়ে একটু আফসোস আছে। কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন। এমন পুরস্কার প্রাপ্তির চেয়ে আনন্দঘন মুহূর্ত আর হয় না।'

তিনি আরও বলেন, 'আমার কাজকে ভালবাসার জন্য জুরিদের ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য সবাইকে ধন্যবাদ। এটা সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।'

'ফাতিমা' পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এটি তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

'ফাতিমা' ফারিণ অভিনীত প্রথম সিনেমা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

52m ago