রাজ-পরী আবার এক হলেন যে কারণে
অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি আবার একই ছাদের নিচে ফিরেছেন।
গতকাল বুধবার রাত থেকে এমন আভাস পাওয়া গেছে। তাদের সন্তান রাজ্য ২ জনকে একসঙ্গে করেছেন বলে ধারণা করা হচ্ছে।
গতকাল রাতে শরিফুল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের সন্তান রাজ্য আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তাকে প্রতিদিন জড়িয়ে না ধরলে ভালো লাগে না। তাকে ঘিরেই বেঁচে আছি। যেখানেই থাকি তার টানেই ফিরতে হবে আমাকে।'
তিনি আরও বলেন, 'বাইরের কে কী বললো এটা নিয়ে আমার কিছু যায়-আসে না। আমাদের বাসার ভেতরের ঘটনা বাইরের মানুষ কেন আগে জানাবে? দুজনার মধ্যে কী হয়েছে এটা আমরা সবচেয়ে ভালো জানবো। অন্য মানুষকে সেই বিষয়টা পোস্ট করে কেন জানাবে? এগুলো আমার কাছে অবাক লাগে। সম্পর্কতো আমাদের দুজনার ব্যাপার। আমরা তো এক বাসাতেই আছি।'
গত ৩০ ডিসেম্বর পরীমনি বিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট লিখে রাজের বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। তারপরে জানুয়ারি মাসের প্রথম দিন ভোর ৫টার দিকে নিজের ফেসবুক এক পোস্টে বিছানা-বালিশে রক্তের দাগ লেগে থাকা ২টি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের কথা বলেছিলেন। যদিও তিনি সংবাদ সম্মেলন করেননি। ফেসবুকে বিচ্ছেদের কারণ জানিয়েছিলেন পরীমনি।
তারপরে অভিনেতা শরীফুল রাজও ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, 'হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।'
Comments