‘শুভ সকাল’ জানিয়ে যা লিখলেন পরীমনি

পরীমনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে। এখন চলছে সিনেমাটি নিয়ে স্কুল কলেজে প্রচারণা।
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র প্রচারণায় বিএফ শাহীন কলেজে পরীমনি। ছবি: ফেসবুকে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

পরীমনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে। এখন চলছে সিনেমাটি নিয়ে স্কুল কলেজে প্রচারণা।

আজ বুধবার সকাল ১০টার দিকে বিএফ শাহীন কলেজে সিনেমাটির প্রচারণার ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে পরীমনি লিখেছেন, 'শুভ সকাল!'

তিনি আরও লিখেছেন, 'আমাদের "অ্যাডভেঞ্চার অব সুন্দরবন"র প্রধান দর্শকেরা, অনেক ভালোবাসা আপনাদের জন্যে। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি।'

'শিশুতোষ চলচ্চিত্র "অ্যাডভেঞ্চার অব সুন্দরবন"। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা "রাতুলের দিন, রাতুলের রাত" উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।'

গতকাল 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমার দ্বিতীয় গান 'সারেং ছাড়া জাহাজ চলে' প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল এবং সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

এই সিনেমায় পরীমনি ও সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, মুনিরা মিঠু ও আশীষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী।

Comments