আরব আমিরাত থেকে মিম: ভালোবাসায় দিন কাটছে
স্বামী ও পরিবার নিয়ে বেড়াতে সংযুক্ত আরব আমিরাতে আছেন বিদ্যা সিনহা মিম। তারা নতুন বছর উদযাপন করছেন সেখানে।
আগামীকাল বুধবার মিম ও সনি পোদ্দারের প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটি এই জুটি কাটাবেন আমিরাতেই।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আজ দুপুরে আমিরাত থেকে কথা বলেছেন মিম।
দেশের বাইরে কীভাবে সময় কাটছে?
অনেক ভালো সময় কাটাচ্ছি। পরিবার নিয়ে অনেক আনন্দ করছি। দারুণ সময় কাটছে, দারুণ কিছু সুখের স্মৃতি জমা হচ্ছে। জীবনে চলার পথে এইসব সুখের অনুভূতি আসলেই অন্যরকম ভালোলাগা তৈরি করছে। গতরাতেও সমুদ্রের পাড় থেকে বেশ রাত করে ফিরেছি, এখন আবার বের হচ্ছি।
আগামীকাল আপনাদের প্রথম বিবাহবার্ষিকী।
হ্যাঁ। সবার ভালোবাসায়, আশীর্বাদে খুব ভালো একটি বছর কেটে গেল। এভাবেই সারাজীবন কাটাতে চাই। ভক্তদের কাছে চাওয়া, আমার জন্য আশীর্বাদ করবেন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। দিনটি সত্যিই বিশেষ, দিনটি স্মরণীয়।
বিশেষ দিনে কী উপহার পেলেন?
সেটা একদিন পর বলব। কালকের দিনটি আসুক। আমার পক্ষ থেকে কী দিচ্ছি সেটাও কাল জানা যাবে।
নতুন বছরে চাওয়া কী?
সবার জন্য শুভ কামনা, সবার জন্য মঙ্গল কামনা। সবাই ভালো থাকুক। কোনো অমঙ্গল যেন কাউকে স্পর্শ না করে। নতুন বছরে এটাই চাওয়া।
কাজের বিষয়ে বলব, কম কাজ করলেও ভালোর সঙ্গে থাকতে চাই, যা মানুষের মনে গেঁথে থাকবে।
নতুন বছরে প্রথম শুটিং কবে শুরু হচ্ছে?
কলকাতার বাংলা সিনেমার প্রথম লটের শুটিং করেছি। আশা করছি ১০ জানুয়ারি থেকে নতুন করে শুটিং শুরু হবে। জিতের সঙ্গে 'মানুষ' সিনেমাটি করছি।
২০২২ সালটি কেমন কেটেছে?
খুব ভালো কেটেছে। ২০২২ সাল আমার জীবনের অন্যতম সেরা বছর। ২০২২ সালে জীবন সঙ্গী পেয়েছি, 'পরাণ' ও 'দামাল' মুক্তি পেয়েছে।
Comments