আমরা নায়করা কোনো কাদা ছোঁড়াছুঁড়ি করি না: আরিফিন শুভ
'আমাদের কেন এমন হয়ে গেলো? একজনের কাজ ভালো হলে বাকিদের কাজ ভালো না, এমন কিন্তু না। একজনের কাজ ভালো হলে পরবর্তীতে বাকিদের কাজ মানুষ দেখতে আসবে। আমরা নায়করা কোনো কাদা ছোঁড়াছুঁড়ি করি না।'
গতকাল রোববার রাতে রাজধানীর বনানী ক্লাবে নিজের অভিনীত 'ব্ল্যাক ওয়ার' সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন চিত্রনায়ক আরিফিন শুভ।
তিনি বলেন, 'আমরা সিনেমা এগিয়ে নিতে সংগ্রাম করি। একটা সময় আমাদের চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, উজ্জ্বল, ফারুক, ওয়াসিম, আলমগীর, ইলিয়াস কাঞ্চন সাহেবরা কিন্তু কাজ করেছেন।'
'আমরা ক্যামেরার ছোট ক্রেন দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করি। কিন্তু পার্শ্ববর্তী দেশে ৩-৪ তলার সমান বিশাল ক্রেনের ওপর ফ্রেম করে শুটিং করা হয়। সুতরাং আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। তাই আমাদের ছবির সঙ্গে কেজিএফ-পুষ্পার তুলনা করবেন না।'
'ব্যক্তিগত স্বার্থে বাজার কাটতির জন্য আমাদের এমন কিছু করা উচিত না, যাতে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে আমাদের শাকিব খান, শরিফুল রাজ, সিয়াম, শুভ সবাইকে লাগবে। তাই দর্শকদের সিনেমা নির্মাণের কাজকে সাপোর্ট করা উচিত', যোগ করেন শুভ।
পুলিশের একটি অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলার ধর্মী 'ব্ল্যাক ওয়ার' প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনার এই সিনেমাটি 'মিশন এক্সট্রিম'র দ্বিতীয় পর্ব।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ব্ল্যাক ওয়ার'।
অনুষ্ঠানে আরিফিন শুভ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সুমিত, সাদিয়া নাবিলা, মাজনুন মিজান।
Comments