প্রথম কাজে ১৫০০ রুপি পেয়েছিলেন ভিকি

বলিউড, ভিকি কৌশল,
ভিকি কৌশল। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম সেরা অভিনেতা ভিকি কৌশল তার পরবর্তী সিনেমা 'ছাওয়া' মুক্তির অপেক্ষায় আছেন। সিনেমাটি মুক্তির আগে চলচ্চিত্র শিল্পে শুরুর দিনগুলোর কঠিন সময় নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। তিনি জানিয়েছেন, একসময় একটি চাউলে থাকতেন এবং প্রথম বেতন পেয়েছিলেন মাত্র এক হাজার ৫০০ রুপি।

তিনি আরও বলেন, 'আমার মনে হতো অভিনয় করছি না। যা করছি সামান্য রুপির জন্য করছি। আমি সেই দিনগুলোতে থিয়েটার করেছি।'

পিঙ্কভিলার সঙ্গে ওই কথোপকথনে এক ভক্ত ভিকি কৌশলের প্রশংসা প্রকাশ করেন। তিনি ভিকিকে অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন এবং তার আজকের এই সফলতার জন্য দীর্ঘ সংগ্রামকে সম্মান জানান। তিনি ভিকির কঠিন সময়ের গল্প শুনতে চান।

ভিকি কৌশল তখন উত্তর দেন, 'আমি সেখানে জন্মগ্রহণ করেছি এবং ছোট থেকেই ওই চাউলে থাকতাম। সুতরাং সংগ্রাম আমার পরিবারের জন্য বেশি ছিল, আমার বাবা ও আমার মায়ের জন্য। আর আমরা তখন শিশু ছিলাম; তাই সংগ্রাম কাকে বলে সেটাও বুঝতাম না।'

তিনি আরও বলেন, 'আমি আসলে সংগ্রামকে খুব বেশি আলোচনায় আনতে পছন্দ করি না কারণ। কারণ প্রত্যেকের জীবনে লড়াই আছে, সংগ্রাম আছে। শেষ পর্যন্ত আমাদের একটি গন্তব্য তৈরি হয় এবং সবাই সেখানে পৌঁছানোর চেষ্টা করি। মূল কথা হলো, সবাই সফল হতে চায় এবং অর্থ উপার্জন করতে চায়।'

'হতে পারে আমার অবস্থা অন্যের চেয়ে ভালো ছিল। কিংবা অন্য কারো অবস্থা আমার চেয়ে ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজেদের নিজের পথ খুঁজে বের করতে হয়,' বলেন তিনি।

লাভ অ্যান্ড ওয়ারখ্যাত এই অভিনেতা বলেন, সংগ্রাম সবসময়ই থাকবে। কারও কারও কিছু নির্দিষ্ট জিনিসের অভাব থাকতে পারে, আবার কারো অনেক কিছুর অভাব থাকতে পারে। এটি জীবনের একটি অংশ মাত্র। তবে আমি মনে করি, সংগ্রামকে উদযাপন করা উচিত। তা না হলে ইন্টারভিউতে কী নিয়ে কথা বলবেন? আপনি যদি সংগ্রামের মুখোমুখি না হয়ে কিছু অর্জন করেন, তাহলে আপনার বলার মতো কোনো গল্প থাকবে না।'

তার প্রথম বেতনের চেক নিয়ে জিজ্ঞাসা করা হলে ভিকি কৌশল বলেন, 'ওহ হ্যাঁ, আমি যখন থিয়েটার করতাম তখন আমার নামে প্রথম বেতনের চেক ছিল এক হাজার ৫০০ রুপির। আমার মনে আছে- অনুষ্ঠানটি সেন্ট অ্যান্ড্রুজে বা সম্ভবত দাদারে হয়েছিল, আমি সঠিক মনে করতে পারছি না। কিন্তু আমি সেই চেক পেয়েছিলাম।'

তিনি আরও বলেন, 'ওই সময় আমি প্রযোজনার সঙ্গে কাজ করতাম, অভিনয় করতাম না। আমি ব্যাকস্টেজের কাজ করেছিলাম। শোয়ের পরে আমার ব্যাগে সেই চেকটি রেখেছিলাম। তবে ট্রেনে ওঠার আগে খুব ঘাবড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, চেকের বদলে নগদ টাকা নিয়ে যাচ্ছি। আমি ব্যাগটাকে শক্ত করে ধরে রেখেছিলাম। খুব ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল চেকটা যদি হারিয়ে যায়। তবে হ্যাঁ, ওটাই ছিল আমার প্রথম উপার্জন।'

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

13h ago