কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’, জানা গেল নতুন তারিখ

আল্লু অর্জুন, পুষ্পা ২, রাশমিকা মান্দানা, রাশ্মিকা মান্দানা, বলিউড, দক্ষিণ ভারতীয় সিনেমা,
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় অভিনয়শিল্পী আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। সিনেমাটির প্রথম পর্ব 'পুষ্পা: দ্য রাইজ' বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছিল। প্রথম পর্বের গানসহ পুরো সিনেমাটি ভারত ও ভারতের বাইরের দর্শকদের মন জয় করেছে।

'পুষ্পা: দ্য রাইজ' সিনেমার গানগুলো এখনো সমান জনপ্রিয় এবং এখন 'পুষ্পা ২' এর গানগুলোও জনপ্রিয় হচ্ছে। ইতোমধ্যে 'পুষ্পা ২' এর গান সবার পছন্দের প্লে লিস্টে যোগ হয়েছে। সিনেমাটির টিজারও দারুণ সাড়া ফেলেছে। দর্শকরা চান, সিনেমাটি দ্রুত সিনেমাহলে মুক্তি পাক।

'পুষ্পা ২' ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে গুঞ্জন ছিল সিনেমাটির মুক্তির এই তারিখ পিছিয়ে যাবে।

'পুষ্পা ২' মুক্তির নতুন তারিখ

শোনা যাচ্ছিল যে, সিনেমাটির কিছু শুটিং এখনো বাকি রয়েছে, তাই সিনেমাটি মুক্তির তারিখ স্থগিত হতে পারে। অবশেষে নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এ বছরের ১৫ আগস্টের পরিবর্তে আগমী ৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। আল্লু অর্জুন ইনস্টাগ্রামে এ তথ্য পোস্ট করেছেন। মুক্তির তারিখ জানানোর পাশাপাশি পুষ্পার একটি নতুন লুক দেখা গেছে।

ইনস্টাগ্রামে আল্লু অর্জুন লিখেছেন, '২০২৪ সালের ৬ ডিসেম্বর থেকে সিনেমা হলে দেখা যাবে 'পুষ্পা ২: দ্য রুল'।

সিনেমাটিতে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন- ফাহাদ ফাসিল, জগদীশ প্রতাপ বান্দারি, জগপতি বাবু, প্রকাশ রাজ, অনসূয়া ভরদ্বাজ প্রমুখ।

পুষ্পা ২ বনাম ছাওয়া

'পুষ্পা ২' এর আগে ২০২৪ সালের ১৫ আগস্ট অজয় দেবগণ অভিনীত সিংহাম এগেইনের সঙ্গে বক্সঅফিসে লড়াইয়ের কথা ছিল। তবে কিছুদিন আগে রোহিত শেঠি ঘোষণা করেন, সিংহাম এগেইন দীপাবলির সময় মুক্তি পাবে। সিংহাম এগেইন সিনেমাতে আরও অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, কারিনা কাপুর খান, অর্জুন কাপুর, রণবীর সিং প্রমুখ। এ সিনেমার পূর্ব ঘোষিত মুক্তির তারিখের কারণে 'পুষ্পা ২' পিছিয়ে দেওয়া হয়েছিল।

অক্ষয় কুমারের খেল খেল মে নির্মাতারা ২০২৪ সালের ১৫ আগস্ট সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন, 'পুষ্পা ২' ৬ ডিসেম্বর মুক্তি পাবে, তাই সিনেমাটিকে বক্স অফিসে ভিকি কৌশল অভিনীত ছাওয়ার সঙ্গে লড়াই করতে হবে। মজার ব্যাপার হলো, দুটি সিনেমাতেই অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এখন দেখার বিষয়, ছাওয়া নির্মাতারা তাদের সিনেমাটি মুক্তি তারিখ পেছাবেন কি না। না কি 'পুষ্পা ২' সিনেমার সঙ্গে বক্সঅফিসে লড়াইয়ের ঝুঁকি নেবেন।

Comments

The Daily Star  | English
Tarique Rahman warns against return of fascist forces

Tarique Rahman urges first-time voters to back BNP

'Let the first vote of the youth be for the sheaf of paddy,' he says

8m ago