সমালোচনার মধ্যেও যে রেকর্ড গড়েছে অ্যানিমেল

অ্যানিমেল
ছবি: সংগৃহীত

রণবীর কাপুর অভিনীত সিনেমা অ্যানিমেল নিয়ে অনেক সমালোচনা চললেও একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি।

বক্স অফিসে তুমুল ব্যবসার পাশাপাশি সমান তালে চলছে সমালোচনা। সিনেমার গল্পে অত্যাধিক যৌনতা, নারী বিদ্বেষী সংলাপ আর নৃশংস অ্যাকশনের কারণে ইতোমধ্যে সমালোচনা করেছেন অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৬০০.৬৭ কোটি রুপি। শুধু তাই নয়, মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় অ্যানিমেল তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে আছে শাহরুখ খান অভিনীত পাঠান ও জওয়ান।

অ্যানিমেল সিনেমাটি সালমান খান অভিনীত টাইগার থ্রি সিনেমাটিকেও টেক্কা দিয়েছে। সেইসঙ্গে মুক্তির ৯ দিনের আয়ের দিক থেকে শাহরুখের পাঠান ও সানি দেওলের গদর ২ এর মত ব্যবসা সফল সিনেমার আয়ের রেকর্ডও পেছনে ফেলে দিয়েছে অ্যানিমেল।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ৯ দিনে শুধু ভারতেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪০০.১৬ কোটি রুপি, যা ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত আমির খানের দঙ্গল (৩৮৭ কোটি) সিনেমারও রেকর্ড ভেঙেছে।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর, অনিল কাপুর, রাশমিকা মান্দানা, ববি দেওলসহ অনেকেই অভিনয় করেছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago