অহংকার আমার স্বপ্নের পথে কখনো বাধা হয়নি: প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড, ভূমি পেড়নেকর,
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বলেছেন, চিত্রনাট্য পছন্দ হলে সিনেমার জন্য অডিশন দিতে তার কোনো দ্বিধা নেই। কোনো কোনো সিনেমার জন্য তিনি একাধিকবার অডিশন দিয়েছেন। এজন্য তার মধ্যে কখনো অহংকার বোধ কাজ করেনি। তিনি মনে করেন, অহংকার সবকিছু শেষ করে দেয়।

চলমান জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালের একটি মাস্টারক্লাসে প্রিয়াঙ্কা তার ক্যারিয়ার নিয়ে কথা বলেন। সেখানে তিনি এ কথা বলেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড, ভূমি পেড়নেকর,
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা বলেন, তিনি অনেক সিনেমাতে অফার পেয়েছেন। কিন্তু, ক্যারিয়ারে এমন সময়ও এসেছে যখন তাকে 'লড়াই করতে হয়েছিল' এবং 'একটি সিনেমার জন্য বারবার অডিশন দিতে হয়েছিল'। একটি চলচ্চিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।

সিনেমার নাম প্রকাশ না করে এই অভিনেত্রী জানান, একসময় কীভাবে তিনি একটি স্ক্রিপ্ট পছন্দ করেছিলেন এবং ওই সিনেমাতে অভিনয় করতে চেয়েছিলেন। তিনি নিজে তার এজেন্টদের মাধ্যমে নির্মাতাদের ডেকেছিলেন। তারপর নিজে ওই সিনেমাতে অভিনয়ের আগ্রহ দেখান। এজন্য তাকে তিনবার অডিশন দিতে হয়েছিল।

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড, ভূমি পেড়নেকর,
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

তিনবার অডিশন দিতে তিনি বিরক্ত হননি, তার মধ্যে কোনো অহংকার কাজ করেনি। কারণ, প্রিয়াঙ্কা মনেপ্রাণে বিশ্বাস করেন অহংকার ক্যারিয়ারের জন্য বড় বাধা।

প্রিয়াঙ্কা বলেন, 'চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে সিনেমাটির জন্য আমাকে তিনটি অডিশন দিতে হয়েছে। প্রথমবার তারা আমার সঙ্গে দেখা করেছে, দ্বিতীয়বার তারা আমার বাড়িতে এসে চরিত্র নিয়ে আলোচনা করেছে এবং আমার বাড়িতেই অডিশন নিয়েছেন। আর তৃতীয়বার আমাকে স্টুডিওতে অডিশন দিতে হয়েছে। তারপর আমি ওই চরিত্রের জন্য নির্বাচিত হয়েছি।'

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড, ভূমি পেড়নেকর,
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

ওই উৎসবে প্রিয়াঙ্কা চোপড়া আরেক অভিনেত্রী ভূমি পেড়নেকরের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'আমি নিজের স্বপ্ন পূরণে ভয় পাই না। অহংকার কখনো আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না। কারণ অহংকার সবকিছু শেষ করে দেয়।'

Comments

The Daily Star  | English

Govt accepted demands of JnU protesters: UGC chairman

University Grants Commission Chairman Prof SMA Faiz today said the government has accepted the demands of the protesting Jagannath University students

17m ago