বলিউডে আলিয়ার ১০ বছর

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্য আজকের দিনটা স্পেশাল। ২০১২ সালের এদিন করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া।

বলিউড ক্যারিয়ারের ১০ বছরে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, 'আজ ১০ বছর। আমি কৃতজ্ঞ। আরও ভালো কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। আরও কঠোর পরিশ্রম করব! আপনাদের ধন্যবাদ এবং ভালোবাসা।'

করণ জোহর পরিচালিত 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় আলিয়া, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের। আলিয়ার পোস্টে ভক্তদের পাশাপাশি মন্তব্য করেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান।

Comments

The Daily Star  | English

Leave government before forming party

Fakhrul tells student leaders, urges them to avoid confrontational politics

11m ago