আর কখনোই গানের জগতে না ফেরার ঘোষণা ব্রিটনির

ব্রিটনি স্পিয়ার্স
ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

আর কখনো গানের জগতে না ফেরার কথা জানিয়েছেন মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স।

বিবিসি জানায়, গত এক সপ্তাহ ধরে মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছিল ব্রিটনি স্পিয়ার্সের সংগীত জগতে ফেরার কথা। সামনের সারির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর ছিল, নিজের দশম অ্যালবামের জন্য গীতিকারদের সঙ্গে কথা বলছেন 'টক্সিক' খ্যাত গায়িকা।

এ ব্যাপারে মুখ খুলেছেন ব্রিটনি নিজেই। ভক্তদের জানিয়েছেন এই খবরের কোনো সত্যতা নেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'আমি পরিষ্কার করতে চাই এই খবরগুলোর বেশিরভাগই ভুয়া।'

তিনি আরও লেখেন, 'তারা বলছে আমি নতুন অ্যালবামের জন্য বিভিন্ন জনের কাছে যাচ্ছি। আমি কখনোই সঙ্গীতাঙ্গনে ফিরব না।'

কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, জুলিয়া মাইকেলস ও চার্লি এক্সসিএক্সের সাথে কাজ করার জন্য যোগাযোগ করেছেন ব্রিটনি।

ব্রিটনি আরও জানান, গত ২ বছরে অন্য শিল্পীদের জন্য ২০টিরও বেশি গান লিখেছেন তিনি। 'বেবি ওয়ান মোর টাইম' খ্যাত গায়িকা বলেন, গান লেখার কাজটি তিনি দারুণ উপভোগ করেন, আপাতত সেদিকেই মন দিতে চান।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

29m ago