ঈদের আনন্দমেলায় সাবিনা ইয়াসমিনের গান

সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এবার গান গাইবেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান 'ঈদ আনন্দমেলা'য়। আসছে ২৮ মে বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুটিংয়ে তিনি অংশ নেবেন বলে বিটিভির একটি সূত্র জানিয়েছে।

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের গানের পাশাপাশি এবারের আনন্দমেলায় থাকছে একঝাঁক তারকাশিল্পী। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। প্রথমবারের মতো উপস্থাপনায় জুটি হতে যাচ্ছেন তারা। এক ঘণ্টার অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। আনন্দমেলা প্রচার হবে ঈদের দিন রাতে।

আনন্দমেলা অনুষ্ঠান প্রযোজনা সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল থাকবে তারকা শিল্পীর উপস্থিতিতে। ব্যান্ডদল মাইলসের পরিবেশনাসহ একাধিক চলচ্চিত্র তারকার অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত, সাবিনা ইয়াসমিন গত ১৭ মে কানাডার টরন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল কনসার্টে প্রবাসীদের অনুষ্ঠানে গান গেয়েছেন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

38m ago