বুলবুল আহমেদের সিনেমার গান আজও ফেরে মুখে মুখে

ছবি: সংগৃহীত

সাদাকালো যুগে নির্মিত দেবদাস সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন বুলবুল আহমেদ। পার্বতী চরিত্রে ছিলেন কবরী। সেই থেকে তাকে দেবদাস বলে ডাকা হতো। মহানায়ক সিনেমায় অভিনয় করার পর অনেকেই তাকে মহানায়ক বলে ডাকতেন। নবাব সিরাজদৌলা সিনেমায় মোহন লালের চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হন।

সাদাকালো যুগে বুলবুল আহমেদ অভিনীত সেসব সিনেমার আবেদন এখনো রয়ে গেছে।

১৫ জুলাই এই নায়কের প্রয়ান দিবস। তিনি নেই অনেক বছর। কিন্তু তার অভিনীত সিনেমার বহু গান আজও মানুষের মুখে মুখে শোনা যায়।

'হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই জেনেছি আমি/ পৃথিবীতে প্রেম বলে কিছু নেই' এই গানটির আবেদন আজও কমেনি। মহানায়ক সিনেমায় সুবীর নন্দীর কণ্ঠে গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। মহানায়ক সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন বুলবুল আহমেদ। তার বিপরীতে ছিলেন কাজরী।

মহানায়ক সিনেমাটি পরিচালনা করেন আলমগীর কবির। এই সিনেমার আরও একটি গান খুব জনপ্রিয়তা পেয়ছিল। সেটি হচ্ছে—'আমার এ দুটি চোখ পাথর তো নয়/ তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়'। গানটিতে কন্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী।

কাজী জহিরের পরিচালনায় বধূ বিদায় সিনেমাটি খুব সাড়া ফেলেছিল মুক্তির পরপর। বুলবুল আহমেদ ও কবরীর পর্দার রসায়ন দর্শকরা গ্রহণ করেছিলেন। এই সিনেমার একটি গান 'একটুস খানি দেখো, একখান কথা রাখো/ ভালোবাইসা একবার তুমি বউ কইয়া ডাকো'। আজও গানটির আবেদন ফুরায়নি।

বুলবুল আহমেদ ও কবরী অভিনীত সাদাকালো যুগের একটি সিনেমার নাম ছোট মা। এই সিনেমার একটি গান—মনে বড় আশা ছিল তোমাকে শোনাব গান। এখনো অনেক মানুষের মুখে শোনা যায় গানটি।

দুই জীবন সিনেমায় বুলবুল আহমেদের নায়িকা ছিলেন কবরী। এই সিনেমার একটি গান বেশ সাড়া ফেলে সেই সময়। গানটি হচ্ছে—আবার দুজনে দেখা হলো। এটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন। এই সিনেমার আরও একটি গান সবার মুখে মুখে ফেরে—'তুমি ছাড়া আমি একা/ পৃথিবীটা মেঘে ঢাকা'। বুলবুল আহমেদের সঙ্গে গানটিতে ঠোঁট মেলান নিপা মোনালিসা।

বুলবুল আহমেদ ও ববিতা অভিনীত একটি সিনেমার নাম সোহাগ। পরিচালনা করেন সাইফুল আজম কাসেম। এই সিনেমার একটি গান 'এই আকাশকে সাক্ষী রেখে/ এই বাতাসকে সাক্ষী রেখে'। ভালো মানুষ সিনেমায় জুটি হয়েছিলেন বুলবুল আহমেদ ও ববিতা। যে কথা নীরবে ভাষা খুঁজে।

'দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়' গানটি কোটি মানুষের হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল। বুলবুল আহমেদ ও ববিতা জুটির একটি সিনেমায় গানটি রয়েছে। সিনেমার নাম জন্ম থেকে জ্বলছি। পরিচালনা করেন আমজাদ হোসেন।

'তুমি আছ বলে আমি সোহাগিনী' গানটিও অসংখ্য মানুষকে ছুঁয়ে যায়। শাবানা ও বুলবুল আহমেদ অভিনীত বৌরানী সিনেমার গান এটি। পরিচালনা করেন সাইফুল আজম কাসেম।

রাজলক্ষ্মী শ্রীকান্ত সিনেমায় বুলবুল আহমেদ ও শাবানা একসঙ্গে অভিনয় করে প্রশংসিত হন। এই সিনেমার একটি গান 'শত জনমের স্বপ্ন/ তুমি আমার জীবনে এলে' দর্শকদের মুগ্ধ করে।

এই রকম আরও অনেক গান আছে বুলবুল আহমেদ অভিনীত  সিনেমায়, যা টিকে থাকবে বহু বছর।

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

41m ago