ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে যে ৫ নাটক

ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরে অনেক নাটক প্রচারিত হয়েছে। টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলে নাটকগুলো প্রকাশিত হয়েছে। এইসব নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ে থাকা ৫ নাটক নিয়ে এই আয়োজন।
'মেঘবালিকা'
অপূর্ব ও নিহা অভিনীত 'মেঘবালিকা' নাটকটি প্রকাশ পায় ৪ এপ্রিল। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি দ্রুত ট্রেন্ডিংয়ে চলে আসে। এখন পর্যন্ত ইউটিউবে র্শীর্ষে অবস্থান করছে এটি। নাটকটি ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে।
'লাভ মি মোর'
তৌসিফ মাহবুব অভিনীত সাজিদ হোসেন পরিচালিত 'লাভ মি মোর' নাটকটি গত ৯ এপ্রিল প্রকাশ পায়। মাত্র ২ দিনে ট্রেন্ডিংয়ে চলে আসে নাটকটি। চার দিনে নাটকটি দেখেন ২৭ লাখের বেশি দর্শক। নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে। এটি নাটকের ট্রেন্ডিংয়ে ৫ নম্বরে অবস্থান করছে। এতে আরো অভিনয় করেছেন ফারজানা বুশরা, নিদ্রা দে নেহা।
'একান্নবর্তী'
নিলয় আলমগীর ও হিমি অভিনীত মহিন খান নির্মিত নাটক 'একান্নবর্তী'। গত ৫ এপ্রিল নাটকটি প্রকাশ পায়। নাটকটি বর্তমানে টেন্ডিংয়ে রয়েছ। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, সাবেরী আলম, মনিরা মিঠু, মাসুম বাসার।
'হৃদয়ের এক কোণে'
জোভান ও তটিনী অভিনীত মহিদুল মহিম পরিচালিত 'হৃদয়ের এক কোণে' নাটকটি ইউটিউবে আপলোড করা হয় ৪ এপ্রিল। বর্তমানে এটি ট্রেন্ডিংয়ে ৫ নম্বরে রয়েছে। নাটকটি সুলতান এন্টারটেনমেন্ট থেকে প্রকাশিত হয়েছে।
'তোমাদের গল্প'
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ঈদের নাটক 'তোমাদের গল্প'। নাটকটি ৩১ মার্চ ইউটিউবে প্রকাশ করা হয়। নাটকে জুটি হয়ে অভিনয় করেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি ট্রেন্ডিংয়ে অবস্থান করছে। এতে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, সাবেরী আলম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু।
Comments