কলকাতার সিনেমায় অভিষেকের পথে অপূর্ব
কলকাতায় জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সিনেমা 'চালচিত্র' মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর। প্রতিম ডি গুপ্তর এই সিনেমা দিয়েই কলকাতায় অভিষেক হচ্ছে তার।
ইতোমধ্যে সিনেমাটির ফার্স্টলুক ও অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। অপুর্ব ফেসবুকে লিখেছেন 'বড়দিনের বড় ছবি বড় পর্দায়'।
সিনেমাটি নিয়ে অপূর্ব বলেন, 'চালচিত্র' করতে রাজি হয়েছিলেন গল্পে মুগ্ধ হয়ে। ভিন্ন ধাঁচের এই গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি টেনেছে আমাকে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে খুবই খুশি। যেন দর্শকের মন জয় করতে পারি সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।
'চালচিত্র'-এর গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামেন। রহস্য উদঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেন রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
'চালচিত্র' সিনেমায় আরও অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া ব্যানার্জী, স্বস্তিকা দত্ত, ইন্দ্রজিৎ বোস, অনিন্দিতা বোস ও ব্রাত্য বসু।
Comments