৩০ সেকেন্ডের টিজারে চমক দেখালেন অপূর্ব

অপূর্ব
‘পথে হলো দেরী’ নাটকের টিজারে অপূর্ব। ছবি: সংগৃহীত

'পথে হলো দেরী' নাটকের ৩০ সেকেন্ডের একটি টিজারে দেখা যাচ্ছে নৌকায় উত্তাল সমুদ্রে ভাসছেন অপূর্ব। ব্যাকগ্রাউন্ডে তার সংলাপ। 

সেখানে অপূর্ব বলছেন, 'কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো। দিকহীন। কূল নেই কিনারা নেই। তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো হয়ে যায় দেরি।'

অপূর্ব
পথে হলো দেরী নাটকে অপূর্ব ও তটিনী। ছবি: সংগৃহীত

গত ৮ ডিসেম্বর টিজারটি প্রকাশের পর প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে। 'পথে হলো দেরী' নাটকটির চিত্রনাট্য ও নির্মাণে জাকারিয়া সৌখিন। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তটিনী, মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া প্রমুখ। 

অপূর্ব বলেন, 'দর্শকদের এমন সাড়া পেলে সব কষ্ট ভুলে যাই। মনে হয়, আমাদের শ্রমটা কাজে লেগেছে। টিজারে যে দৃশ্যটি দেখা গেছে সেটা কক্সবাজার থেকে অনেক ভেতরে, টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে। সেখানে শুটিং করতে যাওয়ার সময় আমাদের নৌকা আটকে যায় বালিতে। এরপর টানা ৬ ঘণ্টা পুরো ইউনিট অপেক্ষা করেছি জোয়ারের জন্য। জোয়ার আসার পর আমাদের নৌকা সচল হয়। এই শ্রম বা ডেডিকেশনগুলো সার্থক হয় দর্শকদের এমন সাড়া পেলে।'

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, 'আমি আসলে বড় ক্যানভাস ধরার চেষ্টা করেছি। আমার এই চেষ্টার সঙ্গে শতভাগ একাত্ম ছিল অপূর্ব, তটিনীসহ ইউনিটের প্রত্যেকে। সবমিলিয়ে পুরো ইউনিট অসম্ভব কষ্ট করে এই কাজটি করেছি। সেই টিম ওয়ার্কের ফল পাচ্ছি টিজার প্রকাশের পর থেকে। আশা করছি, পুরো নাটকটি দেখলে দর্শকদের কাছ থেকে আরও সাড়া পাব।'  

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago