‘অনেকেই ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়, আমার স্বপ্ন ছিল অভিনয় করব’
ছোটপর্দার বেশ ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসংখ্য নাটক প্রচার হয়েছে তার। যদিও কোনো ধারাবাহিকে নেই, শুধু এক ঘণ্টার নাটকেই অভিনয় করেন তিনি।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তানিয়া। তাদের জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে।
এ বিষয়ে তানিয়ার ভাষ্য, 'মোশাররফ করিম ভাই ক্যামেরার সামনে প্রচণ্ড সহযোগিতা করেন। সব সহশিল্পীকেই সহযোগিতা করেন। এটা তার বড় গুণ।'
তিনি বলেন, 'জুটি হিসেবে দর্শকরা দারুণভাবে আমাদের গ্রহণ করেছেন। এটা খুব খুশির ব্যাপার। তিনি খুব বড় মাপের অভিনেতা, বড় মাপের শিল্পী। তার সঙ্গে অভিনয় করা অনেক আনন্দের।'
তানিয়া মনে করেন, 'অভিনয় শেখার জায়গা। মোশাররফ ভাই যখন সহশিল্পী হিসেবে থাকেন, তখন অনেক কিছু শিখতে পারি।'
সহশিল্পী হিসেবে মোশাররফ করিমের নেতিবাচক দিক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'তার কোনো নেগেটিভ দিক নেই। শতভাগ ভালো মানুষ ও ভালো শিল্পী তিনি। তবে, সবসময় তাকে ফোনে পাওয়া যায় না। এটাই তার একমাত্র নেগেটিভ গুণ।'
মোশাররফ করিমের সঙ্গে প্রথম নাটকে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তানিয়া বলেন, 'সত্যি বলতে, খুব নার্ভাস ছিলাম। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম। নাটকে তার চরিত্র ছিল এমন স্বামীর, যে রাতে মাতাল হয়ে ঘরে ফেরে, ঘরে ফিরেই ঝগড়া করে। সেই নার্ভাসনেসের কথা আজও মনে আছে।'
তিনি বলেন, 'মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করার পর তিনি আমাকে বলেছিলেন, তোর অভিনয় ভালো হচ্ছে, আরও ভালো করবি। এটা আমার ভালো লেগেছে।'
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় নাটকের শুটিং করেছেন তানিয়া। সেই অভিজ্ঞতা তুরে ধরে বলেন, 'দারুণ সব অভিজ্ঞতা হয়েছে। একেবারে নতুন অভিজ্ঞতা। ইয়াশ রোহান ছিল আমার বিপরীতে।'
ওটিটির জন্য এখনো কোনো কাজ করেননি তানিয়া। তিনি বলেন, 'ওটিটিকে খুবই ইতিবাচকভাবে দেখি। ইচ্ছে আছে কাজ করার।'
সিনেমার বিষয়ে তিনি বলেন, 'অপেক্ষা করছি সিনেমার জন্য। তবে, অবশ্যই ভালো গল্প, ভালো চরিত্র, ভালো পরিচালক হতে হবে। সিনেমা করতে চাই। বড় পর্দায় নিজেকে দেখতে চাই।'
তানিয়া বলেন, 'ক্লাস ফোর বা ফাইভে পড়ার সময় থেকেই স্বপ্ন দেখতাম শোবিজে কাজ করার। টেলিভিশন দেখে নিজেকে সেখানে কল্পনা করতাম। তার অনেক বছর পর সেই স্বপ্ন পূরণ হয়েছে।'
তিনি বলেন, 'অনেকেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু আমার স্বপ্ন ছিল অভিনয় করব। যা চেয়েছি, তাই হয়েছি।'
Comments