শাকিব খান-তাহসান একসঙ্গে যে কারণে

তাহসান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

'গত ২০ বছরের বেশী সময় ধরে গান করছি। কিন্তু আমাদের শীর্ষ নায়কের কোনো সিনেমায় গান গাইতে পারিনি। এটা তো আমার ব্যর্থতা। তবে শাকিব ভাইয়ের নেক্সট যেকোনো ফিল্মে আমি একটি সুপারহিট গান উপহার দিতে চাই।'

কথাগুলো বলেছিলেন দেশের দর্শকপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আজ সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাহসানকে শুভেচ্ছা দূত হিসেবে এ চুক্তি হয়। 

শাকিব খান বলেন, 'অবশ্যই তাহসান ভাইয়ের সঙ্গে আগামীতে কাজ হবে। তিনি অনেক গুণী মানুষ। তার সঙ্গে আগামীর পথচলা নিশ্চয়ই মসৃণ হবে।'

তাহসান বলেন, 'আমি শুনেছি শাকিব খান সবসময় বলে থাকেন তিনি কাজের মাধ্যমে ইন্টারন্যাশনালি যেতে চান। তার এই ভিশনকে রেসপেক্ট করি। তার সঙ্গে আমার অনেক মিল। তার আর আমার জন্ম সাল একই। তিনিও ১৯৯৯ সালে প্রথম সিনেমা করেন, আমার ফার্স্ট অ্যালবাম একই সময় বের হয়। রিসেন্ট তিনি 'তুফান' সিনেমা করেছেন যেটা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের।'

নিজের গান নিয়ে তাহসান জানান, প্রতিমাসে তার একটি করে নতুন গান আসবে। এ গানগুলো তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Comments

The Daily Star  | English

Trump announces a US trade deal with Vietnam

US would set rates on many Vietnamese exports at 20%; US cars may get preferential access to Vietnam's market.

1h ago