কলকাতায় ১৮ সিনেমার ঘোষণায় শাকিব খানের বিশেষ উপস্থিতি

শাকিব খান। ছবি: সংগৃহীত
শাকিব খান। ছবি: সংগৃহীত

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে গতকাল  সন্ধ্যায় কলকাতার এক পাঁচতারকা  হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা।

পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন, পরমব্রত চট্রপাধ্যায়, আবির, অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, শ্বাশ্বত, জিতু, অর্ণিবান, ঋত্বিক,ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা,পায়েল সরকার, পরিচালক সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো প্রথমসারির অভিনেতা ও নির্মাতা।

কলকাতার এক পাঁচতারকা  হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। ছবি: সংগৃহীত
কলকাতার এক পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। ছবি: সংগৃহীত

এত সব তারকাদের ভীড়ে বিশেষ উপস্থিতি ছিল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের।

এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের 'বরবাদ' সিনেমার শুটিং থেকে ছুটি নিয়ে এক দিনের জন্য কলকাতা আসেন তিনি।

অনুষ্ঠানে উপস্থাপক মীর শাকিবকে 'বাংলাদেশিদের গর্ব' এবং 'মেগাস্টার' বলে সম্মোধন করে মঞ্চে ডেকে নেন।

তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা 'দরদ' ছবি নিয়ে বলেন, 'আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘন্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।'

তিনি আরও বলেন, 'যতবারই এখানে (কলকাতা) আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।'

 

Comments

The Daily Star  | English

Interim govt failing to maintain neutrality on some issues: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged the interim government to perform its duties impartially, alleging it of failing to maintain neutrality on some issues

51m ago