কুসুম সিকদারের ‘শরতের জবা’ মুক্তির ৪ দিনের অভিজ্ঞতা

কুসুম সিকদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

'শরতের জবা' সিনেমা মুক্তির ৪ দিন পেরিয়ে গেছে। এই চারদিনে নতুন বেশকিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কুসুম সিকদার। 

অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন দর্শকের নজর কেড়েছেন কুসুম। এবার তাকে পাওয়া গেল নতুন পরিচয়ে। 'শরতের জবা' সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো পরিচালক হিসেবে অভিষেক হয়েছে। 

গত ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 'শরতের জবা' সিনেমার গল্প, চিত্রনাট্য, নির্মাণ সবই কুসুম সিকদারের। 

কুসুম সিকদার। ছবি: সংগৃহীত

সিনেমা মুক্তির পর গত চারদিনের অভিজ্ঞতা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপ করেছে কুসুম সিকদার।

তিনি বলেন, 'সিনেমাটি মুক্তির পর থেকে তিনদিন বিভিন্ন মাল্টিপ্লেক্সে গিয়েছি। গতকাল অবশ্য যেতে পারিনি। এই কয়েকদিন সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে, সিনেমাটির গল্পে নতুন কিছু আছে। নতুন জনরার ছবি।'

'শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তা জানিয়েছেন। অনেক দর্শক "শরতের জবা" সিনেমার পার্ট-টু দেখতে চান বলে জানিয়েছেন। মনোযোগ দিয়ে দর্শক সিনেমা উপভোগ করেছেন,' বলেন তিনি।

'সিনেমার "মায়া" গানটি দর্শক অনেক পছন্দ করেছে। সিনেমা হলে আচ্ছন্ন হয়ে গানটি দেখেছে, শুনেছে। এছাড়া আইটেম গানটিও খুব উপভোগ করতে দেখেছি দর্শকদের।'

কুসুম সিকদার বলেন, 'সিনেমাটি নিয়ে দীর্ঘদিন আমার একটা যাত্রা ছিল। ক্যামেরার পেছনে, মনিটরে, সম্পাদনার টেবিলে একটু একটু করে  হতে দেখেছি। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করলো। এটা আমার জন্য পরম প্রাপ্তি।'

কুসুম সিকদার অভিনীত 'শরতের জবা' সিনেমাটি প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে' ব্লকবাস্টারে চলছে। নিজের পরিচালিত প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে চলছে এ অনেক আনন্দিত এই অভিনেত্রী পরিচালক। 

কুসুম সিকদার বলেন, 'সিনেমা মুক্তির পর অনেক কথা বলা যায়। কিন্তু সব কথা বলতে চাই না। আমি আশাবাদী। এমন হয়তো হয় সবার সঙ্গেই। আমিও তারমধ্যে দিয়ে যাচ্ছি। আমার কোনো হতাশা নেই। নতুন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যেহেতু আমি পরিচালক-প্রযোজক হিসেবে প্রথম তাই প্রেক্ষাগৃহ নিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে।'

তিনি আরও বলেন, 'সিনেমা পরিচালনার পর আরেকটা বিষয় অনুভব করছি। সেটা হলো, এখন অনেকেই কাজের বিষয়ে অনেক ভেবে কথা বলবে। যদিও সবসময় আমি নিজের পছন্দমতো সিনেমা, নাটকে কাজ করেছি। আগামীতেও এমন করতে চাই। ভালো গল্প, চরিত্র, পরিচালক বুঝে কাজ করতে চাই।'

কুসুম সিকদার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'গহীনে শব্দ', 'লাল টিপ' ও 'শঙ্খচিল'। 'শরতের জবা' সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন প্রমুখ।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

1h ago